বাউফলে পানিবন্দি অর্ধ লাখ মানুষ, ভেসে গেছে কোটি টাকার মাছ

বাউফলে পানিবন্দি অর্ধ লাখ মানুষ, ভেসে গেছে কোটি টাকার মাছ

মোঃ দেলোয়ার হোসেন : পটুয়াখালীর বাউফলে অবিরাম বর্ষণ আর আমাবস্যার জোয়ারের পানিতে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হযে পড়েছেন অর্ধ লাখ মানুষ। ভেসে গেছে সহ¯্রাধিক মাছের ঘের ও পুকুরের মাছ ।
সূত্রে জানা যায়, তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর তীরবর্তী নাজিরপুর, ধূলিয়া,কেশবপুর,কাছিপাড়া ও বগা ইউনিয়নের একাধিক গ্রাম টানা কয়েকদিনের বর্ষনে ও অস্বাভাবিক জোয়ারে ডুবে যায়।
 চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলকাছ মোল্লা জানান, বিধবস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে দিয়ারা কচুয়া, চরনিমদী, চরওয়াডেল, চরমিয়াজান, চরব্যারেট ও চররায়সাহেবসহ গোটা ইউনিয়ন প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে ধূলিয়া ইউনিয়নের চরবাসুদেবপাশা,মঠবাড়িযয়া,নাজিরপুর ইউনিয়নের নিমদি,ধানদী,ডালিমা,কচুয়া চয়হিস্যা,তাতেরকাঠী,কেশবপুর ইউনিয়নের কেশবপুর তালতলী,মমিনপুর,বাদাম তলী, কালাইয়া ইউনিয়নের কালাইয়া শৌলা,চরকালাইয়া, কনকদিয়া ইউনিয়নের ঝিলনা,কারখানা,বগা ও কাছিপাড়া ইউনিয়নে তেঁতুলিয়া ও লোহারিয়া নদীর জোয়ারের পানিতে অন্তত ৫০ গ্রামের অর্ধ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।কেশবপুর মাছ চাষী মাসুদ বলেন,তার ৩টি মাছের ঘের জোয়ারের পানিতে ভেসে গেছে।
বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন,সহ¯্রাধিক পুকুর ও মাছের ঘের থেকে মাছ ভেসে গেছে। প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষতি হয়েছে বরে ধারনা করা হচ্ছে।
এছাড়াও স্যানিটেশন, টিউবওয়েল, আমনের বীজতলা ও সবজি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। বগা ফেরিঘাট ও নিমদী লঞ্চঘাট পল্টুনের অ্যাপ্রোচ ডুবে যাত্রিদের ভোগান্তি বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা কুষি কর্মকর্তা  মোঃ মনিরুজ্জাম প্রতিনিধিকে বলেন, রোপন আমন বীজতলা ৪৫০ হেক্টর,আউশ ধান ৪৫০০ হেক্টর,শাক-সবজি ২০ হেক্টর জমি পানিতে আক্রান্ত হয়েছে । পানি কমে গেলে এর ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, পরিস্থিতি মোকাবেরার জন্য গত শুক্রবার পানিবন্দি ৪০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ৮০০ পরিবারকে রান্না করা খিচুড়ি দেয়া হয়েছে। স্থায়ী সমস্যা সমাধানের জন্যে প্রয়োজন বেঁড়ি বাধ তাহলে ইউনিয়নের মানুষ গবাদি পশু, মাছের ঘের,রাস্তাঘাট, ক্ষেতের ফসলাদিসহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।